ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবার সব রোগের চিকিৎসা দেবে আনোয়ার খান মডার্ন হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ২২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আবার সব রোগের চিকিৎসা দেবে আনোয়ার খান মডার্ন হাসপাতাল

আনোয়ার খান মডার্ন মেডিক‌্যাল কলেজ হাসপাতাল

তিন মাস পর আবারো সব ধরনের রোগের চিকিৎসা শুরু করছে আনোয়ার খান মডার্ন মেডিক‌্যাল কলেজ হাসপাতাল।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানের কার্যালয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার খান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. মো. ফজলুর রহমান ও আনোয়ার খান মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এখলাসুর রহমান।

শনিবার সন্ধ‌্যায় আনোয়ার খান মডার্ন গ্রুপের প্রেস সচিব শেখ নাজমুল হক সৈকত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এই হাসপাতালে শুধু করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হতো। অন্য রোগীদের ভার্চুয়ালি চিকিৎসাসেবা দেওয়া হতো। সম্প্রতি করোনা ইউনিট আলাদা ভবনে স্থানান্তর করা হয়েছে। ফলে এখন থেকে আগের মতো সব ধরনের রোগী আনোয়ার খান মডার্ন মেডিক‌্যাল কলেজ হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিতে পারবেন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়