ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৬, ১৯ মে ২০২২  
আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আব্দুল গাফফার চৌধুরী ছিলেন আমাদের প্রগতিশীল চিন্তা-চেতনার বাতিঘর। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমৃত্যু তিনি তাঁর লেখনি ও বক্তব্যের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, অসাম্প্রদায়িকতা ও প্রগতিশীলতার পক্ষে আমাদের উদ্বুদ্ধ করেছেন। 

শাহরিয়ার আলম বলেন, গাফফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান যুগ যুগ ধরে বাঙালির হৃদয় আলোড়িত করবে। তাঁর মৃত্যুতে বাঙালি জাতি একজন অসাধারণ প্রজ্ঞাবান ব্যক্তিত্বকে হারালো।

তিনি মরহুম আব্দুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়