RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৭ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৩ ১৪২৭ ||  ০৯ রবিউস সানি ১৪৪২

‘আমরা আলাদা থাকলে অনেক ভালো থাকব’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমরা আলাদা থাকলে অনেক ভালো থাকব’

সৌরভ চক্রবর্তীর সঙ্গে হাস্যোজ্জ্বল মধুমিতা

বিনোদন ডেস্ক: ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!

সেই পাখির বিবাহবিচ্ছেদের গুঞ্জন টিনসেল টাউনে উড়ছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মধুমিতার স্বামী সৌরভ চক্রবর্তী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে সৌরভ বলেন, ‘ডিভোর্স মানেই আমরা বেশির ভাগ ক্ষেত্রে ধরে নিই পরকীয়া বা বাড়ির কোনো সমস্যা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো দুজনের মধ্যে ভারসাম্য ঠিক রয়েছে কিনা। কোথাও গিয়ে আমাদের মিলছিল না। ডিভোর্সটা আমাদের কাছে ওই লড়তে লড়তে, ঘামতে ঘামতে করার বিষয় নয়। আমাদের মনে হয়েছে, আমরা আলাদা থাকলে অনেক ভালো থাকব।’

সৌরভ-মধুমিতা জুটি হিসেবেও দর্শকের কাছে জনপ্রিয়। ভবিষ্যতে কখনো একসঙ্গে কাজ করতে হলে কী করবেন? এমন প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘মনে তো হয় অসুবিধা হবে না। আমি বা মধুমিতা কেউই আগে তিনটা ডিভোর্স করে আসিনি। বাদবাকি এই মনে হওয়াটা মনই জানে।’

দাম্পত্য জীবনের এই বিচ্ছেদ পোড়াচ্ছে সৌরভকে। তার ভাষায়, ‘সামান্য একটা মাচা বাঁধলে, সেটা ভাঙতে গেলেও খারাপ লাগে আর এ তো আট বছরের অভ্যাস।’

জীবনের ভালো এবং খারাপ দুই সময়ে পাশে ছিলেন মধুমিতা সে কথাও জানান সৌরভ। তিনি বলেন, ‘আমরা ডিভোর্স করছি বলে মধুমিতা রাতারাতি আমার শত্রু হয়ে যাবে, তা তো নয়। তা ছাড়া আমরাও আমাদের দুজনের মধ্যে সেই শত্রুতা আনতে চাই না। এখানে কেউ মারা যাচ্ছে না। দুটো মানুষ আলাদাভাবে বাঁচতে চাইছেন।’

‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে প্রথম পরিচয় সৌরভ-মধুমিতার। তারপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ‌ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন এই দম্পতি। ‘কুসুম দোলা’ ধারাবাহিক নাটকে সর্বশেষ দেখা যায় মধুমিতা সরকারকে। অন্যদিকে ‘চরিত্রহীন টু’ নামে একটি ওয়েব সিরিজে সর্বশেষ অভিনয় করেন সৌরভ চক্রবর্তী।


রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়