ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আর্চারি বিশ্বকাপে অংশ নিতে ফ্রান্স যাচ্ছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ১৮ জুন ২০২২  
আর্চারি বিশ্বকাপে অংশ নিতে ফ্রান্স যাচ্ছে বাংলাদেশ দল

আগামী ২১-২৬ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘আর্চারি ওয়ার্ল্ড কাপ-২০২২, স্টেজ-৩’ অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপে অংশ নিবে বাংলাদেশ দল।

বিশ্বকাপে অংশ নিতে ১০ সদস্যের বাংলাদেশ জাতীয় আর্চারি দল আগামীকাল রোববার (১৯ জুন) বিকেলে ইতিহাদ এয়ারওয়েজে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। বিশ্বকাপে বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ পুরুষ দলগত এবং রিকার্ভ মহিলা একক, রিকার্ভ মহিলা দলগত ও রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিশ্বকাপের অফিসিয়াল প্র্যাক্টিস, ইনস্ট্রুমেন্ট ইন্সপেকশন ও কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা ২১ জুন থেকে শুরু হবে। ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে।

আর্চারি বিশ্বকাপে বাংলাদেশের রিকার্ভ পুরুষ দলের সদস্যরা হলেন— মো. রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম। আর রিকার্ভ মহিলা দলের সদস্যরা হলেন— দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা।

এছাড়া টিম ম্যানেজার হিসেবে আছেন মো. রশিদুজ্জামান সেরনিয়াবাত। স্পন্সর প্রতিনিধি হিসেবে আছেন রুবাইয়াত আহমেদ। যথারীতি কোচের দায়িত্বে আছেন মার্টিন ফ্রেডারিক।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়