ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘আশুরা অন্যায়-অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার শিক্ষা দেয়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ১৭:৫১, ৩০ আগস্ট ২০২০
‘আশুরা অন্যায়-অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার শিক্ষা দেয়’

বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘পবিত্র আশুরা আমাদের অন্যায়, অপকর্ম ও অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার শিক্ষা দেয়।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারা এ কথা বলেন।

বাংলাদেশ ন‌্যাপের শীর্ষ নেতারা বলেন, ‘ইসলামের ইতিহাসে ফজিলতময় আশুরা বিভিন্ন ঘটনাপুঞ্জে সমৃদ্ধ হলেও সর্বশেষে সংঘটিত কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদাতই এ দিবসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। আশুরার দিনে হজরত ইমাম হোসাইন (রা.) কারবালায় অন্যায়, অবিচার, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে শাহাদাতবরণ করেছিলেন। কিন্তু তিনি অসত্য, অধর্ম ও অন্যায়ের কাছে মাথা নত করেননি।‘

তারা আরো বলেন, ‘হজরত ইমাম হোসাইন (রা.) ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে সপরিবারে প্রাণ বিসর্জন দিয়েছেন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তার এ বিশাল আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত। আশুরার চেতনা জাতীয় জীবনে প্রতিফলিত হোক এবং সমাজ থেকে অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতনসহ সব অনাচার দূর হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক।’

ঢাকা/হাসিবুল/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়