ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আস্ট্রাজেনেকার করোনার টিকার তথ্য হ্যাকিংয়ের চেষ্টা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ২১:১৩, ২৭ নভেম্বর ২০২০
আস্ট্রাজেনেকার করোনার টিকার তথ্য হ্যাকিংয়ের চেষ্টা উত্তর কোরিয়ার

সম্প্রতি ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকার করোনার টিকা উন্নয়নের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে উত্তর কোরিয়ার সন্দেহভাজন হ্যাকাররা। বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন দুই ব্যক্তির বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, হ্যাকাররা নিয়োগকর্তা সেজে নেটওয়ার্কিং সাইট লিংকডিন ও হোয়াটস্যাঅ্যাপের মাধ্যমে আস্ট্রাজেনেকার কর্মীদের ভুয়া চাকরির প্রস্তাব দিয়েছিল। এরপরই তারা কর্মীদের কাছে চাকরির বিবরণ সম্বলিত ই-মেইল পাঠায়। ওই বিবরণে কিছু কোড রাখা হচ্ছে যা খুললেই সংশ্লিষ্ট ব্যক্তির কম্পিউটারে প্রবেশের সুযোগ করে নিচ্ছে হ্যাকাররা।

সূত্র আরও জানিয়েছে, বিপুল সংখ্যক মানুষের কাছে এই চাকরির প্রস্তাব পাঠানো হয়েছে, যাদের মধ্যে কোভিড-১৯ গবেষণায় নিয়োজিত কর্মীরা রায়েছে। তবে হ্যাকারদের এই প্রচেষ্টা সফল হয়নি।

এ ব্যাপারে জেনেভায় জাতিসংঘ মিশনে নিযুক্ত উত্তর কোরিয়ার মিশন কোনো জবাব দেয়নি। অবশ্য এর আগেও বিভিন্ন সময় সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছিল পিয়ংইয়ং।

করোনার টিকা উন্নয়নে বিশ্বের যে কয়টি প্রতিষ্ঠান সামনের সারিতে রয়েছে তাদের অন্যতম আস্ট্রাজেনেকা। সাইবার হামলা চেষ্টার ব্যাপারে প্রতিষ্ঠানটির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের প্রথম দিকে মাইক্রোসফট জানিয়েছিল, কয়েকটি দেশের টিকা উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোকে উত্তর কোরিয়ার দুটি হ্যাকার গ্রুপ হামলার চেষ্টা চালিয়েছে বলে তারা জানতে পেরেছেন। মাইক্রোসফট অবশ্য হামলার লক্ষ্যবস্তু হওয়া ওই প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেনি।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়