ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ইউক্রেনীয় বাহিনীকে দ্রুত আত্মসমর্পণের আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ১৯ এপ্রিল ২০২২   আপডেট: ২২:০৬, ১৯ এপ্রিল ২০২২
ইউক্রেনীয় বাহিনীকে দ্রুত আত্মসমর্পণের আহ্বান 

ইউক্রেনীয় বাহিনীকে দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার অবরুদ্ধ মারিউপোলে থাকা অবশিষ্ট ইউক্রেনীয় বাহিনীর প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সাবেক সোভিয়েত ইউনিয়নের পূর্বাঞ্চলে মস্কোর নতুন আক্রমণ শুরুর কথা জানিয়েছিলেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আবারও কিয়েভ কর্তৃপক্ষকে কারণ দেখাতে এবং যোদ্ধাদের তাদের নির্বোধ প্রতিরোধ বন্ধ করার সংশ্লিষ্ট আদেশ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কিন্তু আমরা বুঝতে পারছি যে, তারা কিয়েভ কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের নির্দেশনা ও আদেশ পাবে না, আমরা (যোদ্ধাদের) স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিতে এবং তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনী আবারও জাতীয়তাবাদী বাহিনী এবং বিদেশী ভাড়াটে সেনাদের সব সামরিক কার্যকলাপ বন্ধ করার এবং দুপুরের পর থেকে তাদের অস্ত্র সমর্পণের সুযোগ দিচ্ছে। যারা তাদের অস্ত্র জমা দেবে তাদের বেঁচে থাকার নিশ্চয়তা দেওয়া হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়