ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউপিতে সব দলের অংশগ্রহণ চায় ইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৩ মার্চ ২০২১  
ইউপিতে সব দলের অংশগ্রহণ চায় ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় নির্বাচন কমিশন (ইসি)।  বুধবার (৩ মার্চ) বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার সময় এই তথ‌্য জানান ইসির সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।   

ইসি বলেন, ‘নির্বাচন করার একটা প্রিন্সিপাল আছে আমাদের। সে অনুযায়ী ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট যারা থাকেন, তাদের সবাইকে নিয়োগ করে থাকি। প্রয়োজনে বিজিবি নিয়োগ করে থাকি।’

মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘আপনারা যে বিষয়টি বলছেন, বিএনপি না এলে নির্বাচন একতরফা হয়ে যাবে কি না, ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। সময় এখনো আছে। এখনই আমরা কিছু বলতে চাই না। আমরা যেটা বলতে চাই, ইসির যে অবস্থান, তাতে সবাইকে নিয়ে ইলেকশন করতে চাই।’

প্রথম দফায় ৩৭১টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘তফসলি অনুযায়ী, আগামী ১১ এপ্রিল প্রথম দফায় দেশের ৩৭১টি ইউপিতে ভোটগ্রহণ করবে ইসি।’ এরমধ্যে ৩০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হবে বলেও তিনি জানান।

 ঢাকা/হাসিবুল/এনই 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়