ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউরোতে দল বড় হচ্ছে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ৪ মে ২০২১  
ইউরোতে দল বড় হচ্ছে

গত বছরের স্থগিত ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী মাস থেকে। ২৪ দলের এই টুর্নামেন্টে প্রতি দল ২৩ জন থেকে বাড়িয়ে ২৬ জনের করা যাবে। ১ জুন নিবন্ধনের শেষ দিন।

আগামী ১১ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। এর ১০ দিন আগে স্কোয়াড জানিয়ে দিতে হবে দলগুলোকে।

উয়েফা আনুষ্ঠানিকভাবে এক ঘোষণায় জানিয়েছে, ‘ইউরো ২০২০ এ দল তাদের স্কোয়াডে ২৬ খেলোয়াড় রাখতে পারবে। স্কোয়াড তালিকা ১ জুনের মধ্যে দিতে হবে, কিন্তু গুরুতর ইনজুরি বা অসুস্থতার কারণে দলগুলো প্রথম ম্যাচের আগে যত খুশি দলে বদল আনতে পারবে।’ প্রত্যেক ম্যাচের আগে গোলকিপার পাল্টানো যাবে।

অসুস্থতা বলতে শুধু করোনায় আক্রান্ত খেলোয়াড় নন, পজিটিভ ব্যক্তির সংস্পর্শে যাওয়াকেও বোঝাবে। এরই মধ্যে ইতালির খেলোয়াড়রা টিকা গ্রহণ করেছেন বলে এফআইজিসি প্রেসিডেন্ট গাব্রিয়েল গ্রাভিনা নিশ্চিত করেছেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়