ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউরোপে নতুন যুদ্ধের জন্য বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন ব্রিটিশ সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১৯ জুন ২০২২   আপডেট: ২১:৩৩, ১৯ জুন ২০২২
ইউরোপে নতুন যুদ্ধের জন্য বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন ব্রিটিশ সেনাপ্রধান

ব্রিটিশ সেনাবাহিনীকে ইউরোপে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন নতুন সেনাপ্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স। সেনাদের উদ্দেশ্যে লেখা একটি খোলা চিঠিতে তিনি এই নির্দেশনা দিয়েছেন।

ইউক্রেনে আক্রমণের পরে রাশিয়ার নতুন হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বা জানিয়ে ‘সব পদমর্যাদার এবং আমাদের বেসামরিক কর্মচারীদের’ সম্বোধন করে তিনি চিঠিটি লিখেছেন।

জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স লিখেছেন,  তিনিই প্রথম চিফ অব দ্য জেনারেল স্টাফ যিনি ‘১৯৪১ সালের পর ইউরোপে একটি স্থল যুদ্ধের ছায়ায় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেছেন যেখানে একটি প্রধান মহাদেশীয় শক্তি জড়িত।’

তিনি বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আমাদের মূল উদ্দেশ্যকে নির্দেশ করে - যুক্তরাজ্যকে রক্ষা করা এবং স্থলে যুদ্ধ ও জয়ের জন্য প্রস্তুত হওয়া - এবং রুশ আগ্রাসন প্রতিরোধর প্রয়োজনীয়তাকে শক্তিশালী করা।’

তিনি আরও বলেছেন, ‘২৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ব পরিবর্তিত হয়েছে এবং এখন আমাদের মিত্রদের পাশাপাশি যুদ্ধ করতে এবং যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে সক্ষম একটি সেনাবাহিনী গঠনের একান্ত প্রয়োজনীয়তা রয়েছে।’

জেনারেল স্যান্ডার্স ‘ন্যাটোকে শক্তিশালী করার জন্য সেনাবাহিনীকে সংগঠিতকরণ ও আধুনিকীকরণকে ত্বরান্বিত করা এবং রাশিয়াকে ইউরোপের আর কোনো অঞ্চল দখল করতে না দিতে লক্ষ্য নির্ধারণ’ করতে হবে বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা সেই প্রজন্ম যাদেরকে আবারও ইউরোপে লড়াই করার জন্য  সেনাবাহিনীকে প্রস্তুত করতে হবে।’

একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর নতুন প্রধান ইউরোপের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে এমনভাবে তার সৈন্যদের সম্বোধন করেছেন এতে অবাক হওয়ার কিছু নেই। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়