ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইন্ডিপেন্ডেন্স কাপের পর্দা উঠছে রোববার, ফাইনাল সিলেটেই

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ৮ জানুয়ারি ২০২২  
ইন্ডিপেন্ডেন্স কাপের পর্দা উঠছে রোববার, ফাইনাল সিলেটেই

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ তথা ইন্ডিপেন্ডেন্স কাপের পর্দা উঠছে আগামীকাল রোববার (৯ জানুয়ারি)। এক সপ্তাহের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৫ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে চার দলের টুর্নামেন্টটির নাম-লোগোসহ সূচি প্রকাশ করা হয়। সবগুলো ম্যাচ হবে সিলেটে। প্রতিদিন রয়েছে দুটি করে ম্যাচ। ইন্ডিপেন্ডেন্স কাপের চারটি দল হলো— ওয়ালটন সেন্ট্রাল জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, বিসিবি সাউথ জোন ও বিসিবি নর্থ জোন।

গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। অর্থ্যাৎ ফাইনালে ওঠার আগে ম্যাচ পাবে তিনটি করে। একদিন বিরতি দিয়ে প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। একটি খেলা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, আরেকটি স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে।

খেলা শুরু হবে সকাল ৯টা থেকে। মাঝে ১২টা ৩০ থেকে ১টা পর্যন্ত বিরতি। শেষ হবে বিকেলে সাড়ে ৪টার মধ্যে।

প্রথম দিন ৯ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোন মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোনের। অপর ম্যাচে একাডেমি মাঠে বিসিবি সাউথ জোন মুখোমুখি হবে বিসিবি নর্থ জোনের।

১১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিবি সাউথ জোন মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোনের। অপর ম্যাচে একাডেমি মাঠে ওয়ালটন সেন্ট্রাল জোন মুখোমুখি হবে বিসিবি নর্থ জোনের।

১৩ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোন মুখোমুখি হবে বিসিবি সাউথ জোনের। অপর ম্যাচে একাডেমি মাঠে ইসলামী ব্যাংক ইস্ট জোন মুখোমুখি হবে বিসিবি নর্থ জোনের।

১৫ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগের সূচিতে ফাইনালের ভেন্যু চূড়ান্ত ছিল না। নতুন সূচিতে সিলেটেই রাখা হয় ফাইনাল।

দলগুলো ইতোমধ্যে সিলেটে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। চারটি দলের ১৪ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

ওয়ানডে সংস্করণে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের খেলার কথা থাকলেও প্রথম ম্যাচে তারা থাকছেন না। বাকি ম্যাচগুলোতে তাদের পাওয়া যাবে। এ ছাড়া আশরাফুল চারদিনের ম্যাচে কোনো দলে ছিলেন না। তাকে ওয়ানডেতে দলে নিয়েছে ইসলামী ব্যাংক।

ওয়ালটন সেন্ট্রাল জোন:
আবদুল মজিদ, মিজানুর রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান, আল আমিন, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ ও নাজমুল ইসলাম অপু।

ইসলামী ব্যাংক ইস্ট জোন:
ইমরুল কায়েস, আরিফ হোসেন, ইরফান শুক্কুর, তানভীর ইসলাম, রনি তালুকদার, রুবেল হোসেন, নাদিফ চৌধুরী, প্রীতম কুমার, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা ও আলাউদ্দিন বাবু।

বিসিবি নর্থ জোন:
মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসাইন, তানজীদ হাসান তামিম, একেএস স্বাধীন, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, মোহাম্মদ শরিফউদ্দিন, আরিফুল হক, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলী ও শফিউল ইসলাম।

বিসিবি সাউথ জোন:
মাইশুকুর রহমান, এনামুল হক, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বী, ফরহাদ রেজা, নাসুম আহমেদ, অমিত হাসান, তৌহিদ হৃদয়, পিনাক ঘোষ, জাকির হাসান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ রিশাদ হাসান।

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়