ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইন্দোনেশিয়া থেকে এলো রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লার প্রথম চালান

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৫ আগস্ট ২০২২   আপডেট: ১৯:০৬, ৫ আগস্ট ২০২২
ইন্দোনেশিয়া থেকে এলো রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লার প্রথম চালান

ইন্দোনেশিয়া থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লার প্রথম চালান এসেছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নোঙ্গর করেছে কয়লা বোঝাই ৩টি লাইটার জাহাজ।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আনোয়ারুল আজীম বলেন, ‘শুক্রবার সকাল থেকে কয়লা খালাস শুরু হয়েছে। এখন থেকে ধারাবাহিকভাবে এই বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি কয়লা আসবে। আগামী মাসের মধ্যেই পরীক্ষামূলক উৎপাদনে যেতে পারবে বিদ্যুৎকেন্দ্রটি।’

কয়লা বহনকারী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক মো. খন্দকার রিয়াজুল হক বলেন, ‘গত ২০ জুলাই ইন্দোনেশিয়ার তানজুম ক্যাম্ফা বন্দর থেকে ৫৪ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে আকিজ হেরিটেজ জাহাজটি ছেড়ে আসে। গত ৩১ জুলাই চট্টগ্রাম বন্দরে ভেড়ে জাহাজটি। সেখানে ১৮ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা খালাস করা হয়। পরে ৩৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে যায় জাহাজটি।’

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরাম উল্লাহ বলেন, ‘কয়লা সাপ্লাইয়ের জন্যে যে চুক্তি হয়েছে সেটার প্রথম চালান এসে পৌঁছেছে। বর্তমানে কয়লার আনলোডিং কার্যক্রম চলছে।’

টুটুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়