ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১৭ জুন ২০২২   আপডেট: ১৯:১১, ১৭ জুন ২০২২
ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, গ্যাস সরবরাহ বন্ধ

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সকাল ১১টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটির নিচে একটি গ্যাসের পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমণি শর্মা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার জন্য গ্যাসের মেইন লাইনের চাবি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ইপিজেড ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপটি সংস্কার করা হলে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।’

আরো পড়ুন: আদমজী ইপিজেডে আগুন

রাকিব/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়