ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উপ-নির্বাচন: জাপা প্রার্থীদের সাক্ষাৎকার ১২ সেপ্টেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:২৯, ৪ সেপ্টেম্বর ২০২০
উপ-নির্বাচন: জাপা প্রার্থীদের সাক্ষাৎকার ১২ সেপ্টেম্বর

ঢাকা-৫ ও ১৮, নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের ভার্চুয়াল সাক্ষাৎকার ১২ সেপ্টেম্বর দুপুর ১২টায় বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে। বোর্ডের আহ্বায়ক, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, বোর্ডের সদস্য ও দলীয় কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রুহুল আমীন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি এবং বোর্ডের সদস্য সচিব ও দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত থাকবেন। 

আগ্রহী মনোনায়ন প্রত্যাশীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

নঈমুদ্দীন/সাইফ  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়