ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এইচএসসি পরীক্ষার বদলে মূল‌্যায়ন: যা বললেন তারা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ৭ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৩১, ৮ অক্টোবর ২০২০
এইচএসসি পরীক্ষার বদলে মূল‌্যায়ন: যা বললেন তারা

করোনা পরিস্থিতিতে চলতি বছর এইচএসসি পরীক্ষার বদলে মূল‌্যায়নের সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদ, অভিভাবক ও শিক্ষার্থীরা। একইসঙ্গে কারোনাকালে সব ধরনের চার্জ ও টিউশন ফি আদায় বন্ধ রাখারও দাবি জানিয়েছেন তারা। 

এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন শারমিন আক্তার মুক্তা। তিনি বলেন, ‘আমার প্রস্তুতি অনেক ভালো ছিল। জেএসসি-এসএসসিতে আমার গোল্ডেন প্লাস ছিল। ভাবছিলাম পরীক্ষা ভালো হবে। তবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবু, আশা করছি মূল্যায়নে ফল ভালো আসবে।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ‘এমন পরিস্থিতিতে আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য এর চেয়ে ভালো কোনো সিদ্ধান্ত হতে পারে না।’ পরিস্থিতি একেবারে স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার অনুরোধ জানান তিনি।

আরেক অভিভাবক আবু তাহের বলেন, ‘সরকারের এই সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। আমাদের সন্তানদের নিরাপত্তা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত জরুরি ছিল।’

জামাল হোসেন নামের এক অভিভাবক বলেন, ‘সরকার পরীক্ষা নিচ্ছে না, ঠিক আছে। তবে, শিক্ষার্থীদের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে, তা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’  

জানতে চাইলে চন্দনা উচ্চমাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক জোবায়দা নিশাত বলেন, ‘সরকার পরীক্ষা নিচ্ছে না। আর এই অবস্থায় সম্ভবও নয়। তবে, শিক্ষার্থীদের নিয়মিত বাসায় পড়াশোনার বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে।’

শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, ‘এখন শিক্ষার্থীদের একটি জাতীয় পরীক্ষার সম্মুখীন করা ঠিক হবে না। সরকার সময়োপযোগী ব্যবস্থা নিয়েছে। শিক্ষার্থীরা পরবর্তী ধাপে উত্তীর্ণের ক্ষেত্রে মূল্যায়নের সুযোগ থাকবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তাকে অবশ্যই মূল্যায়ন করা যাবে।’

উল্লেখ‌্য, বুধবার (৭ অক্টোবর) চলতি বছর এইচএসসি পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী   বলেন, ‘জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করবো। ডিসেম্বরে মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।’

এর আগে, প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি), ইবতেদায়ি, জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছিল।    

/এনই/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়