ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

একই সময়ে ছাত্রলীগের দু গ্রুপের অনুষ্ঠান, ১৪৪ ধারা জারি

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৫ আগস্ট ২০২২  
একই সময়ে ছাত্রলীগের দু গ্রুপের অনুষ্ঠান, ১৪৪ ধারা জারি

শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনা সরকারি কলেজ মসজিদে একই সময়ে ছাত্রলীগের দু গ্রুপ দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় সরকারি কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (৫ আগষ্ট) দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস ১৪৪ ধারা জারি করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস বলেন, ছাত্রলীগের নবগঠিত কমিটির দুই পক্ষ সরকারি কলেজ মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারি করেছেন তারা।

জেলা ছাত্রলীগের একটি সূত্র জানায়, বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আজ (শুক্রবার) বিকেল ৪ টায় বরগুনা সরকারি কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেন। অন্যদিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি পদে লড়াই করে নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি পদ পেয়ে সবুজ মোল্লা একই স্থানে বিকেল ৫ টায় দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেন। এতে দুই গ্রুপের অন্তত ৭-৮ শতাধিক নেতা-কর্মী উপস্থিত থাকার কথা ছিলো। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। আমরা টহল পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি ১৪৪ ধারা জারিকৃত এলাকায় পুলিশের অভিজ্ঞ দল নিয়োগ করেছি। আমি নিজেই সরকারি কলেজ এলাকায় থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করছি। কেউ ১৪৪ ধারা অমান্য করলে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। 

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলাায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৪ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন। এতে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই সদ্য ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিতরা কর্মী সমর্থক নিয়ে দফায় দফায় হামলা ভাঙচুর চালাচ্ছে।

ইমরান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়