ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এনআরবিসির ‘বিশেষ ৫০ ব্যাংকিং কার্যক্রম’

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২৬ মার্চ ২০২১   আপডেট: ১৯:২৩, ২৬ মার্চ ২০২১
এনআরবিসির ‘বিশেষ ৫০ ব্যাংকিং কার্যক্রম’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা ও ‘বিশেষ ৫০ ব্যাংকিং কার্যক্রম’ পরিচালনা করেছে এনআরবিসি ব্যাংক।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ব্যাংকটির কিশোরগঞ্জের ভৈরব বাজার উপশাখায় ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এসময় বীর মুক্তিযোদ্ধা মোহন লাল যাদব, আশরাফ উদ্দিন ভূইয়া ও ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদের নেতৃত্বে ব্যাংকিং কার্যক্রম শুরু করে ৫০ লক্ষ টাকা আমানত সংগ্রহ, ৫০ লক্ষ টাকা ঋণ বিতরণ এবং ৫০টি নতুন অ্যাকাউন্ট খোলা হয়। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ব্যানার, ফেস্টুন, বেলুন ও না না কারুকার্যে প্রধান ফটকসহ শাখাটি সাজানো হয়।

দিনব্যাপী এই আয়োজনে ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ আলী চৌধুরী, হাজি আসমত কলেজের সাবেক অধ্যক্ষ আ.ক.ম মোবারক আলী, ভৈরব শাখা ব্যবস্থাপক কাজি মিজানুর রহমান, ভৈরব বাজার উপশাখা ইনচার্জ রাকিবুল হাসান, ব্যবসায়ী রঘুবীর সাহা, মোহাম্মদ আলী, আলী হোসেন, তরুণ উদ্যোক্তা আহসান হক পিন্টু ও মামুনুর রশিদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/সুমন/আরিফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়