ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবার সাউথকে হারিয়ে ফাইনালে যেতে চায় ওয়ালটন সেন্ট্রাল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১২ জানুয়ারি ২০২২   আপডেট: ২০:০৬, ১২ জানুয়ারি ২০২২
এবার সাউথকে হারিয়ে ফাইনালে যেতে চায় ওয়ালটন সেন্ট্রাল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের ফরম্যাটের লড়াইয়ে বিসিবি সাউথ জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন সেন্ট্রাল। এবার রঙিন পোশাকেও তাদের বিপক্ষে ‘অলিখিত সেমিফাইনালে’ মুখোমুখি মোসাদ্দেক হোসেনের দল। ইসলামী ব্যাংক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোনকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচ জিতলেই শিরোপা নির্ধারণী লড়াইয়ের মঞ্চে ওয়ালটন সেন্ট্রাল।

টানা দুটি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়ালটন সেন্ট্রাল। নর্থ ও সাউথ জোন সমান দুই ম্যাচ খেলে ২টি করে পয়েন্ট নিয়ে রান রেটে যথাক্রমে দুই ও তিনে। ওয়ালটন সেন্ট্রাল জিতলে আর কোনো হিসাব নিকাশে যেতে হবে না। কিন্তু তারা হেরে গেলেও ফাইনালে উঠবে, সেক্ষেত্রে ইস্ট জোনের কাছে হারতে হবে নর্থকে। আর সাউথ ও নর্থ জিতে গেলে তিন দলের সমান ৪ পয়েন্ট হবে, তখন হেড টু হেড কিংবা রান রেটের হিসাব নিকাশে শীর্ষ দুই দল উঠবে ১৫ জানুয়ারির ফাইনালে।

গত ৬ জানুয়ারি মিরপুরে চার দিনের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল ওয়ালটন সেন্ট্রাল। সাউথ জোনকে তারা হারায় ৪ উইকেটে। এরপর মোসাদ্দেকের নেতৃত্বে ওয়ানডেতেও দুর্দান্ত দলটি। আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক, দুটি ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ইস্ট জোনকে ২২ ও নর্থ জোনকে ২৮ রানে হারায় তার দল।

এবার সাউথের বিপক্ষেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চান মোসাদ্দেক, ‘ইন্ডিপেন্ডেন্স কাপে আমরা টানা দুই জয়ে শুরু করেছি। ফাইনালে যাওয়ার লড়াইয়ে অন্য দলগুলো থেকে আমরা এগিয়ে আছি। বিসিবি সাউথ জোনকে হারিয়ে আমরা চার দিনের ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি সেই ধারাবাহিকতা বজায় রাখব।’

বাঁচামরার লড়াইয়ে নামার আগে সাউথের অধিনায়ক ফরহাদ রেজা বলেছেন, ‘আমরা দুই ম্যচের মধ্যে এক ম্যাচ হেরে গেছি। ফাইনালে যেতে হলে আমাদের কাল জিততেই হবে। এ ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। শেষ ম্যাচে আমরা লড়াই করে জিতেছি। সবার মনোবল চাঙ্গা আছে। আশা করি কাল ভালো কিছু হবে।'

সাকিব আল হাসানকে ছাড়াই তৃতীয় ম্যাচ খেলতে হচ্ছে ওয়ালটন সেন্ট্রালকে। দুই ম্যাচে সর্বোচ্চ ৩৫ ও মোট ৬৮ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। বোলিংয়ে নিয়েছেন মোট ৩ উইকেট। তার না খেলার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ইনজুরির যে গুঞ্জন ছিল তা উড়িয়ে দিয়েছেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার। সাকিবের অনুপস্থিতি নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘সাকিব ভাই থাকলে অবশ্যই অনেক ভালো হতো। তিনি ব্যাটিং-বোলিং দুটো দিক দিয়েই অনেক ভালো। যে কোনো টিমের জন্যই অনেক সহজ হয়। তবে আমাদের সামর্থ্য আছে। সেটা আমরা চার দিনের ম্যাচে প্রমাণ করেছি। ইনশাল্লাহ এবারো আমরা জিতব, যদি মাঠে সবাই সেরাটা দিতে পারে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়