ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ৮ আগস্ট ২০২২   আপডেট: ২২:০৬, ৮ আগস্ট ২০২২
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ

আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। মূলত বুমরাহ পিঠের ইনজুরিতে ভুগছেন। সে কারণে বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না ম্যানেজমেন্ট। বুমরাহ এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একামেডিতে যাবেন এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

ইতোমধ্যে হার্শাল প্যাটেলও ইনজুরিতে পড়েছেন। এবার বুমরাহ ইনজুরিতে পড়ায় এশিয়া কাপের আগে ভারত বেশ সমস্যায়ই পড়লো।

হার্শাল ভারত দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন। কিন্তু ফিটনেস সমস্যার কারণে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের একটিতেও খেলা হয়নি তার। এখন তিনি এশিয়া কাপেও খেলতে পারবেন না। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

এদিকে বুমরাহ সবশেষ ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছিলেন। দুই ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ৮টি। আজ সোমবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে ভারত। তার আগেই জানা গেছে তাকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হচ্ছে না।

এ বিষয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘জাসপ্রিত বুমরাহ পিঠের ইনজুরিতে ভুগছে। সে কারণে তাকে এশিয়া কাপে খেলানো হবে না। সে আমাদের প্রধান অস্ত্র। তাই আমরা চাচ্ছি তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাতে। এশিয়া কাপে খেলিয়ে আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না।’

বুমরাহ ও হার্শাল না থাকায় ভুবনেশ্বর কুমার এশিয়া কাপে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দিবেন। তার সঙ্গে থাকবেন অর্শ্বদীপ সিং, আবেশ খান ও প্রসিদ্ধ কৃষ্ণা। তবে বুমরাহর ইনজুরির কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরানো হতে পারে মোহাম্মদ শামিকে। যিনি সবশেষ ২০২১ সালের নভেম্বরে টি-টোয়েন্টি খেলেছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়