RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৭ ১৪২৭ ||  ০৫ রবিউল আউয়াল ১৪৪২

‘ওয়ালটনের জন্য কত ছেলে চাকরির সুযোগ পাচ্ছে’

মো. জাকির হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওয়ালটনের জন্য কত ছেলে চাকরির সুযোগ পাচ্ছে’

ডেস্ক রিপোর্ট: মো. জাকির হোসেন (অফিস আইডি-১৩৩০৩) তিনি ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম বিভাগে কর্মরত। গত ১৩ মে বিশ্বব্যাপী পালিত হয়েছে মা দিবস। এই দিনটিকে স্মরণে রেখে পৃথিবীর সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মো. জাকির হোসেনের মায়ের হাতে তুলে দেয়া হয় স্মারক সম্মাননা। এ সময় তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এই উপহার আমি আমার ছেলের জন্য পেয়েছি।  আমার ছেলের জন্য আমি যে উপহার পেয়েছি তাতে আমি খুবই আনন্দিত, এ আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরো বলেন, ওয়ালটন কোম্পানি আছে বিধায় আমার ছেলের মত আরও অনেকের সন্তান চাকরির সুযোগ পাচ্ছে এবং পরিবারকে সহযোগিতা করতে পারছে।

ছেলেবেলার স্মৃতির কথা জানতে চাইলে তিনি বলেন, জাকির হোসেন আমার সন্তান। সে ছোট থাকতে খেলাধুলায় খুব ভালো ছিল। একবার ফুটবল খেলে যশোর ক্যান্টনমেন্ট থেকে পুরস্কার পেয়ছিল। এই স্মৃতি আমাকে এখনও খুব আনন্দ দেয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুন ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়