ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস ফেস্টিভাল ১ জুন শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১০ মে ২০২২  
ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস ফেস্টিভাল ১ জুন শুরু

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র আয়োজনে আগামী ১ জুন শুরু হচ্ছে ‘ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস ফেস্টিভাল-২০২২।’

এবারের স্পোর্টস ফেস্টিভালে মোট ৫টি ডিসিপ্লিনে খেলা হবে। এগুলো হচ্ছে- দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শুটিং। খেলার বিজয়ীদের মাঝে ক্রেস্টসহ প্রথমবারের মতো অর্থ পুরস্কারও দেয়া হবে।

এবারের স্পোর্টস ফেস্টিভালে বিএসজেসি’র সদস্য ছাড়াও ক্রীড়া সাংবাদিকদের অন্য দুই সংগঠন যথাক্রমে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্যরাও খেলতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে এ দুই সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে।

আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসজেসির কর্মকর্তারা। এসময় ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), বিএসজেসির প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হক, বর্তমান সভাপতি নাসিমুল হাসান দোদুল, সিনিয়র সহ-সভাপতি ও স্পোর্টস ফেস্টিভালের আহবায়ক জাহেদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক ও স্পোর্টস ফেস্টিভালের সদস্য সচিব মাহমুদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম শামীম বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জুন মাসের ১ তারিখ থেকে আমরা একটি স্পোর্টস ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছি। যেখানে পাঁচটি ইভেন্টে আমাদের সকল সদস্যরা অংশ নিবেন। অংশ নিতে পারবেন অন্য দুটি ক্রীড়া সংগঠনের সদস্যরাও। এবারই প্রথম আমরা প্রাইজমানির ব্যবস্থা রেখেছি। ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।’

এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা আসলে সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের চেষ্টা করছি। ডিআরইউ, ক্র্যাব, বিএসপিএ, বিএসজেএ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলোর সঙ্গে আমরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে সম্পৃক্ত হচ্ছি। আসলে সাংবাদিকরা চাইলেই বিভিন্ন খেলায় অংশ নিতে পারেন না পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। তাই আমরা চেষ্টা করি বিভিন্ন সংগঠনের সঙ্গে ক্রীড়া উৎসব আয়োজন করে তাদের গতাণুগতিক কাজের ভাজে একটু নিরেট বিনোদন গুজে দেওয়ার। ক্রীড়া প্রতিযোগিতার আমেজ তৈরি করার। এর আগেও আমরা বিএসজেসি’র বিভিন্ন আয়োজনের সঙ্গে ছিলাম, এবারও আছি। আশা করছি এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে।’

এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়