ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কবর খোড়ায় তাদের ১ যুগ: গেঞ্জি ও প্যান্ট উপহার 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৮ আগস্ট ২০২০   আপডেট: ২১:৫৭, ২৮ আগস্ট ২০২০
কবর খোড়ায় তাদের ১ যুগ: গেঞ্জি ও প্যান্ট উপহার 

আব্দুর রহিম লঘুজ মিয়া প্রায় ১২ বছর ধরে একাধারে কবর খোড়ায় নিয়োজিত আছেন। জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচরের বাসিন্দা লঘুজের ন্যায় একই এলাকার জাকির হোসেন, আবদাল মিয়া, সুজন মিয়া ও আলফু মিয়া কবর খুড়ে আসছেন। এলাকার কেউ মারা গেলে তারা স্বেচ্ছায় গিয়ে কবর খুড়ে দেন। প্রায় এক যুব ধরে তারা খবর খুড়ে আসছেন বলেই তাদেরকে উৎসাহিত করার জন্য গেঞ্জি ও প্যান্ট উপহার দেওয়া হয়েছে।

খুদ্দামুল কোরআন যুব সমাজের সভাপতি সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার উদ্যোগে স্বেচ্ছায় কবর খোড়া কাজে নিয়োজিত পাঁচ ব্যক্তিকে এসব উপহার দেওয়া হয়।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার।

তিনি জানান, ‘তারা নেক কাজ করছে। তাদেরকে উৎসাহিত করার জন্য উপহার প্রদান করেছি। তারা অত্যন্ত আনন্দিত হয়েছে। এটাই আমার কাছে বড় পাওয়া।’

স্বেচ্ছায় কবর খোঁড়া কাজে নিয়োজিত ব্যক্তিরা বলেন, ‘আমরা স্বেচ্ছায় এ কাজে নিয়োজিত আছি। কবর খোড়া সওয়াবের কাজ। উপহার সম্মানের। সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার উপহার দিয়ে উৎসাহিত করার পাশাপাশি আমাদেরকে সম্মানিতও করেছেন। ওনার জন্য শুভ কামনা করছি। 

মামুন চৌধুরী/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়