ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় সেবা বঞ্চিত ৬ হাজার মানুষ

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ২০ জানুয়ারি ২০২৩   আপডেট: ১০:৩৮, ২০ জানুয়ারি ২০২৩
কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় সেবা বঞ্চিত ৬ হাজার মানুষ

ভাটপাড়া কমিউনিটি ক্লিনিক

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের পদ শূন্য থাকায় সচল রাখা যাচ্ছে না হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ভাটপাড়া কমিউনিটি ক্লিনিক। ফলে এই ক্লিনিকে বন্ধ রয়েছে স্বাস্থ্য সেবা প্রদান। এতে করে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের প্রত্যন্ত কয়েকটি গ্রামের ৬ হাজার মানুষ। 

২০০০ সালে প্রতিষ্ঠিত হয় ভাটপাড়া কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিকের স্বাস্থ্য সেবার ওপর নির্ভরশীল ধল, ভাটপাড়া ও লোকড়াসহ কয়েকটি প্রত্যন্ত গ্রামের নারী-পুরুষরা। এখানে নারীদের গর্ভকালীন, প্রসবকালীন, শিশুস্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার কথা। কিন্তু ছয় মাস ধরে এসব কার্যক্রম বন্ধ।

সম্প্রতি ভাটপাড়ায় গিয়ে দেখা যায়, কমিউনিটি ক্লিনিকটি তালাবদ্ধ। এসময় সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায় ৫৫ বছর বয়সী কুলসুমা আক্তার নামের এক নারীকে। ক্লিনিকের বিষয়ে কথা হলে কুলসুমা আক্তার বলেন, ‘টানা দুই দিন এসেছি। দুই দিনই ফিরে যেতে হয়েছে। যদি ক্লিনিক বন্ধই থাকে তাহলে এর দরকারটা কি।’ 

স্থানীয় ব্যবসায়ী ফরিদ মিয়া বলেন, ‘ক্লিনিকটি শুধুমাত্র শিশুদের টিকা দেওয়ার জন্য খোলা হয়। বাকি সময় বন্ধ থাকতে দেখি। এতে দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা লোকজন হতাশ হয়ে ফিরে যান।’  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার না থাকলে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা সেখানে সপ্তাহে ছয়দিন কাজ করার কথা। এই ক্লিনিকে সেই বিষয়টিও নিশ্চিত করেনি স্বাস্থ্য বিভাগ।  

হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. দেলোওয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সরকার হেলথ কেয়ার প্রোভাইডার পদে লোকবল নিয়োগ দিয়েছে। শিগগিরই ভাটপাড়া কমিউনিটি ক্লিনিক পদায়ন হবেন। আর বর্তমানে টিকাদান কার্যক্রমে ব্যস্ত থাকায় স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা সেখানে কাজ করতে পারছেন না।’

মামুন চৌধুরী/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়