ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করপোরেট ঋণে সুদের হার ৫ শতাংশ করার দাবি রাবি কর্মচারীদের

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৯ মার্চ ২০২১   আপডেট: ১৭:১৫, ২৯ মার্চ ২০২১
করপোরেট ঋণে সুদের হার ৫ শতাংশ করার দাবি রাবি কর্মচারীদের

করপোরেট ঋণে সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবিতে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহায়ক, সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা৷ 

সোমবার (২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা৷ এসময় হিসাব বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আনসারীকে অন্যত্র বদলির দাবিও জানানো হয়৷ 

সহায়ক কর্মচারী সমিতির সভাপতি সাব্বির হোসেন বলেন, আমরা দীর্ঘ দিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করপোরেট ঋণে সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়ে আসছি। উপাচার্য বার বার আমাদের মৌখিক আশ্বাস দিচ্ছেন। তিনি বলেছেন, সাত দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবেন৷ কিন্তু তা কার্যকর করার জন্য এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তাই আমরা আন্দোলনে নেমেছি৷ 

কর্মসূচি নিয়ে ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ভুট্টো বলেন, ‘দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন তালাবদ্ধ করে রাখবো। বিশ্ববিদ্যালয়ের কোনো সিনেট মিটিং হতে দেবো না।’

হিসাব বিভাগের উপ-পরিচালককে বদলির দাবির বিষয়ে সাধারণ কর্মচারী ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, ‘কর্মচারীরা লোনের বিষয় কথা বলতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনসারী তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেছেন, ‘কর্মচারীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের সব সমস্যা একবারে সমাধান করা সম্ভব নয়। তারপরও আমরা কথা বলে সমাধানের চেষ্টা করছি।’

রাবি/সাইফুর/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়