ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় আক্রান্ত বিসিবির আম্পায়ার সুমন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত বিসিবির আম্পায়ার সুমন

করোনায় আক্রান্ত জাতীয় দলের সাবেক পেসার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন। স্ত্রীসহ করোনা আক্রান্ত হয়েছেন সুমন।

বৃহস্পতিবার দুপুরে রাইজিংবিডিকে সুমন জানান, করোনা উপসর্গ থাকায় গত রোববার টেস্ট করিয়েছিলেন। পরদিনই রিপোর্ট পজিটিভ আসে। মোহাম্মদপুরে নিজ বাসায় আইসোলেশনে থাকা সুমন বলেন, ‘শরীরে জ্বর ছিল টানা কয়েকদিন। করোনা উপসর্গ থাকায় ঝুঁকি নেইনি। টেস্ট করিয়েছিলাম নিশ্চিত হওয়ার জন্য। রিপোর্ট পজিটিভ আসে। এখান শারীরিক অবস্থা ভালো। জ্বর না থাকলেও শরীরে ব্যথা আছে। দূর্বল হয়ে গেছি।’

জাতীয় দলের হয়ে তিন ওয়ানডে খেলা সাবেক এ পেসার বর্তমানে বিসিবির প্রথম শ্রেণির আম্পায়ার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আম্পায়ারিং করলেও আসিসির আন্তর্জাতিক প্যানেলে যেতে পারেননি সুমন। তবে আইসিসি ইমার্জিং প্যানেলের আম্পায়ার তিনি।

৪৮ বছর বয়সী সুমন ১৯৯৮ সালে ভারতের মাটিতে জাতীয় দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলেছিলেন। তিন ওয়ানডেতে ৮৫ রানে নিয়েছিলেন ২ উইকেট। এছাড়া ১৬ প্রথম শ্রেণির ম্যাচে পেয়েছেন ১৭ উইকেট।  

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়