ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কর্ণফুলী তীরে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২০ জানুয়ারি ২০২৩  
কর্ণফুলী তীরে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের ফিসারী ঘাট এলাকার কর্ণফুলী নদী তীরে গড়ে তোলা পাকা ভবনসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট নু-এমং মারমা মং এবং জামিউল হিকমার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। 

ম্যাজিট্রেট টনু-এমং মারমা মং জানান, ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর উচ্ছেদ করে নদীর তীর দখলমুক্ত করা হয়েছে। যারা নদী দখল করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। নদ নদীর পাড় পাবলিক ট্রাষ্ট সম্পত্তি বা জনগনের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসন চট্টগ্রামের অবৈধ স্থাপনা উচ্ছেদ কর্যক্রম চলমান থাকবে।
 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়