ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৭, ৩০ অক্টোবর ২০২০   আপডেট: ০১:২৫, ৩১ অক্টোবর ২০২০
কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফাইল ফটো

রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। রাত ১১টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল। ১৩টি ইউনিট কাজ করে আগুণ নিয়ন্ত্রণে নেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ মোমাম্মদ গণমাধ্যমকে জানান, বস্তির পাশে ভাঙারি ও গ্যাস সিলিন্ডারের দোকান আছে। ধারণা করা হচ্ছে প্লাস্টিক কিংবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। গ্যাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তদন্তের পরই আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে বস্তির পাশের ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে রিকশাওয়ালা, দিনমজুর, পোশাককর্মীসহ নিম্ন আয়ের মানুষের বাস। আগুন লাগার পর তারা ঘরের মূল্যবান মালামাল রক্ষার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সহায়-সম্বল হারিয়ে অনেকেই বিলাপ করছেন।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়