ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কল্যাণপুর বস্তিতে আগুন: দগ্ধ দু’জনকে হাসপাতালে ভর্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৮, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ০১:৪৯, ৩১ অক্টোবর ২০২০
কল্যাণপুর বস্তিতে আগুন: দগ্ধ দু’জনকে হাসপাতালে ভর্তি

রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে লাগা আগুনে দুজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এমনটাই জানিয়েছেন রাইজিংবিডির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) প্রতিনিধি বুলবুল চৌধুরী।

তিনি জানান, কল্যাণপুরের বস্তিতে আগুনে দগ্ধ দু’জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনের নাম আনোয়ার হোসেন (২১), অন্যজন আক্তার হোসেন (১৯)।

উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে কল্যাণপুর বস্তিতে আগুন লাগে। ধারণা করা হচ্ছে প্লাস্টিক কিংবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। গ্যাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। রাত সাড়ে দশটা থেকে শুরু করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে ১১টা ১৮ মিনিটে আগুণ নিয়ন্ত্রণে আনে।

মাকসুদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়