ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবেন না নাসুম, খেলতে চান সব ফরম্যাটেই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ৬ জানুয়ারি ২০২২  
কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবেন না নাসুম, খেলতে চান সব ফরম্যাটেই

জাতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ নাসুম আহমেদ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। বিসিবি সাউথ জোনের হয়ে খেলা এই ক্রিকেটার জানিয়েছেন ধারবাহিকতা বজায় রেখে জায়গা করে নিতে চান তিন সংস্করণেই।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল শেষে রানার্সআপ দলের তারকা নাসুম বলেন, ‘আমি এখন টি-টোয়েন্টি নিয়ে বেশি ভাবি। কিন্তু সব সংস্করণেই খেলতে চাই।’

বিসিএলে বল হাতে দারুণ সফল এই এই বাঁহাতি স্পিনার। চার ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট, হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। দুইবার পেয়েছেন এক ইনিংসে পাঁচ উইকেট।

বাকি দুই ফরম্যাটে ফিরতে চাইলে নাসুমকে মেহেদী হাসান মিরাজ কিংবা তাইজুল ইসলামের জায়গা নিতে হবে। তবে এই অফস্পিনার জানান, তিনি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন না। ওয়ানডে ও টেস্ট দলে খেলতে চান পারফর্ম করেই।

নাসুম বলেন, ‘আমি কাউকে চ্যালেঞ্জ করব না। আমি পারফর্ম করব, আমার পারফরম্যান্স দিয়ে আমি খেলব। কাউকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আমি পারফর্ম করব, আমারটা আমি দেখব।’

বিসিএলে বল হাতে সফল হওয়ার গল্পও শুনিয়েছেন সিলেটের এই ক্রিকেটার। বৈচিত্রের চিন্তা না করে এক জায়গায় বোলিং করার চেষ্টা করেছেন, তাতে সফলও হয়েছেন। নাসুম বলেন, ‘আমার চারদিনের ম্যাচ খেলার উদ্দেশ্য ছিল একটাই, যাতে আমি অনেকক্ষণ বল করতে পারি। আমি তো শুধু এখন টি-টোয়েন্টি খেলছি, প্রিমিয়ার লিগটাও হচ্ছে না, ১০ ওভার বোলিং করাও হচ্ছে না। আমার খেয়াল ছিল এই টুর্নামেন্টটা যদি আমি পাই, যেন আমি অনেকক্ষণ বল করতে পারি। এটাই আমার পরিকল্পনা ছিল।’

আরো যোগ করলেন, ‘টি-টোয়েন্টিতে আমি ভিন্ন জায়গায় বল করি, এখানে আমি একটা জায়গায় বল করার চেষ্টা করে গেছি এবং সফল হয়েছি। চারদিনের খেলায় বৈচিত্রময় বোলিং কাজে আসে না, একটা জায়গায় বল করার চেষ্টা করে গেছি।’

গত বছরের মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাসুমের। এরপর থেকে এই ফরম্যাটে তিনি নিয়মিত মুখ। খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। ১৮ ম্যাচে ৬.৬৩ ইকোনমিতে নিয়েছেন ২২ উইকেট। নাসুমের চাওয়া এবার অন্য দুই সংস্করণ। সেভাবেই এগোচ্ছেন তিনি। ডাক কি পাবেন নাসুম?

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়