কাপ্তাইয়ে বণ্য হাতির আক্রমণে আহত ৩
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাঙামাটির কাপ্তাইয়ে বণ্য হাতির আক্রমণে তিন নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে রাইখালী ইউনিয়নের পূর্বকেদালা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পূর্বকোদালা এলাকার মাচিংপ্রু মারমা (৫৫), আরেমা মারমা (৫০), হ্লামেচু মারমা (৩০)।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বণ্য হাতির দল তাদের আক্রমণ করে। এসময় তারা গুরুতর আহত হয়।’
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে আহতদের খোঁজ নিয়েছেন।
বিজয়/আরিফ