ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কালিগঙ্গা গিলে খাচ্ছে বসত ভিটা, রাস্তা ঘাট

হাসান ফয়জী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কালিগঙ্গা গিলে খাচ্ছে বসত ভিটা, রাস্তা ঘাট

মানিকগঞ্জে কালিগঙ্গা নদী গিলে খাচ্ছে বসত ভিটা, রাস্তা ঘাটসহ নানা স্থাপনা। বিগত পাঁচ বছরে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাচঁ বারইল গ্রামেই দুই কিলোমিটার সড়ক ও একটি পাড়া নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আবার চলতি বন্যার পানি কমতে শুরু করায় আবার ভাঙন দেখা দিয়েছে।

এ দিকে জেলা প্রশাসনের হস্তক্ষেপে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কালিগঙ্গা নদী ভাঙন প্রতিরোধে জিউ ব্যাগ ফেলছে। কিন্তু স্থানীয়রা বলছে, তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে পানি আরও কমা শুরু করলে ভাঙনের হার আরও বাড়বে।

মানিকগঞ্জ সদরের নবগ্রাম ইউনিয়নের পাচঁ বারইল গ্রামে (২৩ আগষ্ট) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী তীরবর্তী এলাকায় জিউ ব্যাগ ফেলা হচ্ছে। পাচঁ বারইল গ্রামে গত কয়েক দিনে ১৫-২০টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে শতাধিক বাড়ি, পাচঁ বারইল জামে মসজিদ, পাচঁ বারইল বাজার, নবগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন এবং কানিজ ফাতেমা স্কুল অ‌্যান্ড কলেজ ভবন।

পাচঁ বারইল গ্রামের ছানোয়ার হোসেন বলেন, ‘আমার ৬ শতাংশ জমি এ বছর নদী কাইরা নিছে। পরিষদ থেকে ১০ কেজি চাল পাইছিলাম। বন্যার মধ্যে আমি কোন কাজও করতে পারি না।’

নজরুল ইসলাম বলেন, ‘আমার ৩০ শতাংশ জমির উপর কাঠ বাগান কালিগঙ্গা গিলে খাইছে। বাড়ি সরাইয়া অন্য জায়গায় আশ্রয় নিছি।’

চড় বারইল গ্রামের খলিল বলেন, ‘আমার বাড়ির অর্ধেকে ভাইঙ্গা গেছে। ১ শতাংশ জমির উপর খালি ঘরটা খারাইয়া আছে। পানি কমতে শুরু করছে। আরও কমা শুরু করলে ঘরটা সরানোর সময় পামু না।’

বাচ্চু মিয়া বলেন, ‘আমার বারইল গ্রামে নদী ভাঙছে বেশি কিন্তু জিউ ব্যাগ ফেলাইছে একশত মিটার। আরও তিন শতাধিক মিটার ব্যাগ ফেলাইলে নদী ভাঙন থেকে গ্রামটা রক্ষা অইত।’

মুনছের বলেন, ‘বরাইল গ্রাম ছাড়া বেঙ্গরুই গ্রামেও নদী ভাঙন শুরু হয়েছে। সেখান কার মানুষও নদী তীর থেকে বাড়ি সরিয়ে নিচ্ছে।’

মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, ‘কালিগঙ্গা নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ইতোমধ্যে তাদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।’

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, ‘সদরের নবগ্রাম ইউনিয়নের পাচঁ বারইল গ্রামে ভাঙন প্রতিরোধে আমরা সাড়ে তিন হাজার জিউ ব্যাগ ফেলানোর কাজ করছি।’

মানিকগঞ্জ/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়