Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১১ মে ২০২১ ||  বৈশাখ ২৮ ১৪২৮ ||  ২৮ রমজান ১৪৪২

কাশ্মীরিদের সাথে চরম বিশ্বাসঘাতকতা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীরিদের সাথে চরম বিশ্বাসঘাতকতা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তা কাশ্মীরিদের সাথে চরম বিশ্বাসঘাতকতা। কেন্দ্রের শাসনের নামে সেখানে প্রত্যক্ষ দখলদারিত্ব চাপিয়ে দেয়া হয়েছে।

কাশ্মীরের নির্যাতিত মুসলিমদের সাহায্য কামনায় বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘৮০ লাখ মানুষের বিপরীতে ৫ লক্ষাধিক সৈন্যের সমাবেশ ঘটিয়ে বুলেট ও বুটের মাধ্যমে কাশ্মীরিদের স্বাধীনতার চেতনাকে হত্যা করা যাবে না। আমরা নির্যাতিত, নিপীড়িত ও অবরুদ্ধ কাশ্মীরিদের প্রতি সমবেদনা জানাই।’

ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহানগর ও থানা নেতারা উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়