কুলাউড়ায় বাঁধ ভেঙে ৭ গ্রামের মানুষ পানিবন্দি
মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মৌলভীবাজারের কুলাউড়ায় ফানাই নদীর বাঁধ ভেঙে ৭টি গ্রাম প্লাবিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে প্রশাসন বাঁধ মেরামতের নির্দেশ প্রদান করলে শুরু হয় কাজ। এ সময় পাহাড়ি ঢলে পুনরায় বাঁধ ভেঙে গেলে গ্রামে পানি প্রবেশ করে।
আজ শনিবার (১৮ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো. মুহিবুল ইসলাম আজাদ জানান, বাঁধের ভাঙা স্থানে দুপুর পর্যন্ত প্রায় ১২শ বস্তা মাটি দেওয়া হয়। কিন্তু এ সময় হঠাৎ করে উজান থেকে নেমে আসা ঢলে বাঁধ ভেঙে যায়। পানি না কমলে বাঁধের বর্তমান অবস্থা বোঝা যাবে না।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, দুর্গত এলাকায় বিতরণের জন্য ১ হাজার শুকনো খাবারের প্যাকেট তৈরি আছে, যেখানে সমস্যা দেখা দেবে সেখানেই খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। শুকনো খাবারের মধ্যে রয়েছে চিড়া, গুড়। এছাড়া আরো রয়েছে দেশলাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কর্মধা ইউনিয়নের বাঁধ ভেঙে বাবনিয়া, মহিষমারা, কর্মধা, বেরী, হাসিমপুর, ভাতাইয়াসহ আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন।
হামিদ/তারা
আরো পড়ুন