Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ০৬ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২২ ১৪২৮ ||  ২৯ রবিউস সানি ১৪৪৩

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশের মৃত্যু

কুড়িগ্রাম সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আলতাফ হোসেন নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। 

সোমবার (৩ আগস্ট) সকালে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আলতাফ হোসেন রৌমারী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ।

পুলিশ সুপার জানান, জ্বরসহ করোনার উপসর্গ থাকায় গত ২৮ জুলাই ওই পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু এখনও তার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়নি। আজ ভোরে আলতাফ হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
স্বাস্থ্যবিধি মেনে নিহত পুলিশ সদস্যের মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান পুলিশ সুপার। 

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত আটজন মারা গেছে। 

 

বাদশা সৈকত/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়