ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৩ জুন ২০২২   আপডেট: ২২:৩৪, ২৩ জুন ২০২২
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো বন্যার পানিতে তলিয়ে আছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘর-বাড়ি। এতে দুর্ভোগ বেড়েছে বানভাসিদের।

বৃহস্পতিবার (২৩ জুন) স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর সেতু পয়েন্টে ২০ সে.মি. কমে বিপদসীমার ২০ সে.মি, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ৩৭ সে.মি ও নুনখাওয়া পয়েন্টে মাত্র ৫ সে.মি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য মতে, বন্যার পানিতে জেলার ১৪ হাজার হেক্টর জমির কাউন, পটল, মরিচসহ বিভিন্ন সবজি ও পাট নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, ‘জেলায় ১১শ ৫৭টি মাছের খামার বন্যার পানিতে ভেসে গেছে। এতে ১১শ ৬৩জন মাছ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরমাণ প্রায় ১শ ৮০ কোটি টাকা।’

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বন্যা কবলিতদের জন্য ৫৩৮ মেট্রিক টন চাল, ৩৬ লাখ ৫০ হাজার নগদ টাকা, ১ হাজার প্যাকেট শুকনো খাবার, ১৮ লাখ ৯৫ হাজার টাকার শিশু খাদ্য ও ১৭ লাখ ৭৫ হাজার টাকা গো-খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।’

সৈকত/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়