RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৫ জমাদিউস সানি ১৪৪২

কৃষাণের ‘জান্নাত’ শ্রাবন্তী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৯, ৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষাণের ‘জান্নাত’ শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জি, কৃষাণ ভিরাজ

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ২০১৬ সালের জুলাই মাসে কৃষাণ ভিরাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

বিয়ের আগে থেকেই কৃষাণ-শ্রাবন্তী পরস্পরকে জানতেন। বিয়ের পর তাদের সম্পর্ক যে আরো গভীর হয়েছে তার অনেক প্রমাণই মিলেছে তাদের কর্মকাণ্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দম্পতির পোস্ট দেখেও তা স্পষ্ট বোঝা যায়।

সম্প্রতি আবারো তার প্রমাণ মিলেছে। স্ত্রী শ্রাবন্তী কৃষাণের কাছে জান্নাতস্বরূপ। শ্রাবন্তীকে ‘জান্নাত’ নামে ডাকেন কৃষাণ। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ কথা জানিয়েছেন কৃষাণ নিজেই। এক টুইটে কৃষাণ লেখেন, ‘‘জান্নাত’ কীভাবে তুমি এতটা সুন্দর হলে?’’

‘শিকারি’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে শ্রাবন্তীকে। তারপর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। এবার স্বামী কৃষাণ ভিরাজের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন শ্রাবন্তী। এসকে মুভিজ’র পরবর্তী সিনেমায় অভিনয় করবেন তারা। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি।
রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়