ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডারউইনের নোটবুক ‘চুরি’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২৪ নভেম্বর ২০২০  
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডারউইনের নোটবুক ‘চুরি’

২০ বছর খোঁজাখুঁজির পর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঠাগার কর্তৃপক্ষ জানিয়েছে,  বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারউইনের দুটি নোটবুক সম্ভবত চুরি হয়ে গেছে।

বিবিসি জানিয়েছে, নোটবুক দুটির একটিতে প্রজাতিতে বিবর্তন নিয়ে ডারউইনের ধারণা ও তার ‘ট্রি অব লাইফ’ এর স্কেচ ছিল।

পাঠাগারের গ্রন্থাগারিক ড. জেসিকা গার্দনার বলেছেন, ‘নোটবুকগুলোর খোঁজ পেতে তারা মানুষের সহযোগিতা চেয়েছেন।’

তিনি বলেছেন, ‘এটি হৃদয়বিদারক। যা ঘটেছে তা অনুসন্ধানে আমরা কোনো কিছুই বাকী রাখব না।’

‘অভ্যন্তরীণ অনুরোধে’ স্থানান্তরের সময় ২০০০ সালের নভেম্বরে সর্বশেষ নোটবুক দুটি দেখা গিয়েছিল। ছবি তোলার জন্য এগুলো অস্থায়ী স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছিল। ভবনের কাজ  চলমান থাকায় স্টুডিওটি ওই সময় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একটি অস্থায়ী ভবনে ছিল।

গার্দনার বলেন, ‘আমরা জানি নভেম্বরে এগুলোর ছবি তোলা হয়েছিল। কিন্তু ওই সময় ও ২০০১ সালের জানুয়ারির মধ্যে কী ঘটেছিল তা আমরা জানি না। জানুয়ারি থেকেই নোটবুক দুটি যথাযথ শেলফে ছিল না।’

তিনি জানান, প্রাথমিকভাবে গ্রন্থাগারিকরা ভেবেছিলেন এগুলো হয়তো ভুল জায়গায় রাখা হয়েছে। তবে ব্যাপাক খোঁজাখুঁজির পরও এগুলোর সন্ধান পাওয়া যায়নি।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়