ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘খালেদা জিয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন প্রধানমন্ত্রী’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৮ মে ২০২১  
‘খালেদা জিয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন প্রধানমন্ত্রী’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চিকিৎসার জন‌্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতির বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন। তবে, শনিবার (৮ মে) রাত পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। আইন মন্ত্রণালয় থেকে মতামত এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গণমাধ্যমকে জানান, রোববার (৯ মে) খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির জন‌্য সরকারের কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। ৬ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তিনি আবেদনপত্র জমা দেন। জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য একাধিক দেশে যোগাযোগ করা হচ্ছে। সিঙ্গাপুর হয়ে যুক্তরাজ‌্য বা সৌদি আরবে যেতে পারেন তিনি। সেজন‌্য পাসপোর্ট অধিদপ্তরে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন‌্য আবেদন করা হয়েছে। তবে সরকারের সবুজ সঙ্কেত না থাকায় তার নামে পাসপোর্ট করা যাচ্ছে না। কেননা, দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট করার আইনগত এখতিয়ার অধিদপ্তরের নেই।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষার প্রতিবেদন করোনা পজিটিভ আসে। ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালে থাকা অবস্থায় গত ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা তাকে সিসিইউতে স্থানান্তর করেন। সেখানে তাকে অক্সিজেন সাপোর্ট এবং ইনসুলিন দেওয়া হচ্ছে। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়