ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গাজীপুরে বাসে ডাকাতির চেষ্টা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২ অক্টোবর ২০২০   আপডেট: ১৯:১৭, ২ অক্টোবর ২০২০
গাজীপুরে বাসে ডাকাতির চেষ্টা, আটক ৪

গাজীপুর সিটি কর্পোরেশনের ইপসা গেট এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটক চার ডাকাত হলেন, শেরপুরের শ্রীবদী থানার চৈত্রজানি গ্রামের আতাহার আলী (৩৫), শেরপুর সদরের মির্জাপুর এলাকার উজ্জ্বল মিয়া (৩০), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার শোষাইল গ্রামের নজরুল ইসলাম ওরফে রুবেল (৩৫) এবং পটুয়াখালীর আমতলী থানার পচাকুরালিয়া গ্রামের জাকির হোসেন (৩৭)।

র‌্যাব জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বাসের এক যাত্রী র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পে ফোন করে জানান- ইপসা গেট এলাকায় কযেকজন ময়মনসিংহ হতে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী আলম এশিয়া পরিবহনের বাস থামিয়ে ডাকাতির চেষ্টা করছে। পরে কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে একটি চাপাতি, দুটি চাকু, ৬ হাজার টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, ডাকাত দল একটি প্রাইভেটকার দিয়ে বাসটির গতিরোধ করে। পরে বাসের চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বাসে থাকা যাত্রীদের মালামাল লুটের চেষ্টা করে। 

গাজীপুর/হাসমত/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়