ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গাজীপুরে মাস্ক ব্যবহারে নিশ্চিত করতে ডিসি’র অভিযান

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৪ মার্চ ২০২১  
গাজীপুরে মাস্ক ব্যবহারে নিশ্চিত করতে ডিসি’র অভিযান

গাজীপুরে কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সর্বসাধারণকে মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকালে গাজীপুর মহিলা কলেজের মোড়ে মাস্ক বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, বাধ্যতামূলক মাস্ক পরাসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে মাইকিংসহ নানা সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যহত রাখলেও বিষয়টি আমলে নিচ্ছেন না অধিকাংশ মানুষই। তাই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ক্যাম্পেইন পরিচালনা করছে জেলা প্রসাশন।

গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম রাইজিংবিডিকে জানান, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জন সাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে মাইকিং ও মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি সক্ষম ব্যক্তিদের মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।

রফিক/রাখী চাকমা/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়