ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজীপুরে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১ আগস্ট ২০২১  
গাজীপুরে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত 

গাজীপুরে পুলিশসহ নয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তারা সবাই টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। 

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান, এ সকল রোগীরা টঙ্গীর মাছিমপুর, বোর্ডবাজার ও আশপাশের এলাকার বাসিন্দা। 

গাজীপুরে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পরই শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ১ জুলাই থেকে ২০ শয্যার ডেঙ্গু ইউনিট খোলা হলেও কার্যক্রম শুরু হয়েছে ১৫ জুলাই থেকে। 

শনিবার (৩১ জুলাই) গাজীপুরের সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিটিতে ডেঙ্গুর মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেছেন। এ সময় তিনি ডেঙ্গুর মশক নিধন কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নগরীর বাসিন্দাদের নিজ নিজ দায়িত্বে ডেঙ্গুর জীবাণুবাহী মশার আবাস্থল ধ্বংস করতে হবে। কারো বাসা বা কারখানায় ডেঙ্গুর মশার লার্ভা পাওয়া গেলে মালিকদের কারাদণ্ড বা অর্থদণ্ড করা হবে। 
 

রেজাউল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়