![]() |
নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, পুলিশ বসে নেই। পুলিশকে দুর্বল ভাববেন না। ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাদের ছাড় নয়।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান আরো বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে ছেলেধরার গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে। যারাই এ ঘটনা ঘটাচ্ছেন তাদের শাস্তি পেতেই হবে।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘অস্থিতিশীল পরিস্থিতি, একটা কনফিউশন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এগুলো।’’
ছেলেধরা সন্দেহে গত কয়েক দিনে সারা দেশে ছয়জনকে হত্যা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে আহত হয়েছেন ১৫ জন। মামলা হয়েছে ৯টি, জিডি (সাধারণ ডায়েরি) হয়েছে ১৫টি। পিটিয়ে হত্যার ঘটনায় সারা দেশে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজবের জেরে গণপিটুনিতে দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকে।
রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৯/আসাদ/বকুল