ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গুলি-নির্যাতনেও থামছেন না মিয়ানমারের বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৬ মার্চ ২০২১   আপডেট: ১৭:০৮, ২৬ মার্চ ২০২১
গুলি-নির্যাতনেও থামছেন না মিয়ানমারের বিক্ষোভকারীরা

নিরাপত্তা বাহিনীর গুলি-নির্যাতন থামাতে পারছে না মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের। শুক্রবার দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ৯ বিক্ষোভকারী। 

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানামারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মান্ডালে ও সাগিং অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা। দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে  প্রায় ১০০ মানুষ ড্রামস বাজিয়ে বিক্ষোভ র‌্যালি করেছে। পরে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ‘আমরা জয়ী হওয়ার আগ পর্যন্ত এই লড়াই চলবে। যতক্ষন পারব আমরা লড়াই চালিয়ে যাব।’

দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালেতে বিক্ষোভকারীরা শুক্রবার সকালে ‘নাগরিক অসহযোগ আন্দোলনের’ ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা র‌্যালি করেছে। র‌্যালির আয়োজকরা শনিবার সশস্ত্র বাহিনী দিবসে বড় আকারে বিক্ষোভের ডাক দিয়েছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়