ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৯৩

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৯, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৯৩

গোপালগঞ্জে নতুন করে আরো ৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৯৩ জনে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন কোটালীপাড়া উপজেলায় ১৪ জন, সদর উপজেলায় ১১ জন, কাশিয়ানী উপজেলায় ৯ জন, মুকসুদপুর উপজেলায় ৯ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৫ জন। 

জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৮৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।সুস্থ হয়েছেন ১৩৪৭ জন। মারা গেছেন ২৯ জন। একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। 

মোট আক্রান্ত ১৭৯৩ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৬৩১ জন, কাশিয়ানী উপজেলায় ২৯৯ জন, কোটালীপাড়া উপজেলায় ২৯৮ জন, মুকসুদপুর উপজেলায় ২৯২ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৭৩ জন।

বাদল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়