ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোবিন্দগঞ্জে বিস্ফোরণ নাশকতা নয়: পুলিশ সুপার

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২৫ মার্চ ২০২১   আপডেট: ১৩:০৭, ২৫ মার্চ ২০২১
গোবিন্দগঞ্জে বিস্ফোরণ নাশকতা নয়: পুলিশ সুপার

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেছেন, গোবিন্দগঞ্জের বিস্ফোরণ ছিলো মুক্তিযুদ্ধের সময়ের অব‌্যবহৃত মর্টার সেলের।  এটা কোনো নাশকতা নয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনায় তদন্ত শুরু করেছে বোমা বিশেষজ্ঞ দল।  ঢাকা থেকে আসা ১১ সদস্যের দলটি আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ওই বাড়িতে তদন্তকাজ শুরু করে। দলটির সদস্যরা জানান, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিস্ফোরণে তিন জন নিহত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দয়াল/বুলাকী/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়