ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গ্রন্থমেলায় মেসবাহ য়াযাদের ভ্রমণগল্প ‘সাতজন যাত্রী’

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৪ মার্চ ২০২১  
গ্রন্থমেলায় মেসবাহ য়াযাদের ভ্রমণগল্প ‘সাতজন যাত্রী’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মেসবাহ য়াযাদের ভ্রমণগল্প ‘সাতজন যাত্রী’। বইটির প্রকাশক হৃৎকলম।

৭ বন্ধুর দেশের বাইরে ভ্রমণের গল্প এটি। কোনো এক ঈদের লম্বা ছুটিতে ওরা বেরিয়ে পড়ে। দেশের গণ্ডি পেরিয়ে যায় কলকাতা। সেখানে ওদের সঙ্গে যোগ দেয় আরো ৩ জন। সেখান থেকে দিল্লী, আজমীর, জয়পুর, আগ্রা ঘুরে আবারও ফিরে আসে তারা।

শুধু ‘চক্ষু মেলিয়া’ এসব ঐতিহাসিক স্থান দেখা নয়, লেখক চেষ্টা করেছেন তৃতীয় নয়নেও দেখার। আপনি এসব জায়গায় এর আগে যান বা না-যান, চোখ বন্ধ করে ভ্রমণ করতে পারবেন ‘সাতজন যাত্রী’র সঙ্গে অনায়াসে। শুধু ভ্রমণ নয়, বইটি পড়ার পর খুলে যাবে আপনার এক নান্দনিক কল্পনার চোখ।

এটি লেখকের তৃতীয় গ্রন্থ। প্রথম গ্রন্থ প্রকাশিত হয় ২০১৮ সালে, পোস্টমর্টেম। এরপর এক বছর বিরতি দিয়ে ২০২০ সালে প্রকাশ পায় দ্বিতীয় গ্রন্থ ‘সরল স্বীকারোক্তি’। সাতজন যাত্রী ছাড়াও এবছর প্রকাশ পেয়েছে উপন্যাস ‘রাতকাহন’। বইটি মেলায় ভাষাচিত্র স্টল ছাড়াও পাওয়া যাচ্ছে রকমারী ডট কম-এ।

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়