RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৬ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২২ ১৪২৭ ||  ১৯ রবিউস সানি ১৪৪২

ঘুষের টাকাসহ ভূমির দুই কর্মচারী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুষের টাকাসহ ভূমির দুই কর্মচারী গ্রেপ্তার

ঘুষের আট লাখ টাকা ভাগবাটোয়ারার সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এল.এ শাখার দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তারকৃতরা হলেন- এল.এ শাখার চেইনম্যান নজরুল ইসলাম ও অফিস সহকারী তসলিম উদ্দিন।

বৃহস্পতিবার চট্টগ্রামের ষোলশহরের চিটাগাং শপিং কমপ্লেক্সের আনুকা নামের দোকানের ভিতর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।  দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ সময় নজরুল ইসলামের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ও তসলিম উদ্দিনের কাছ থেকে ৫৭ হাজার টাকা জব্দ করে দুদকের বিশেষ টিম।

দুদক জানায়, দুদকের কাছে তথ্য ছিল বিকেলে ভূমি সংক্রান্ত ৩০ লাখ টাকা ভাগবাটোয়ারা হবে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।  এ সময় চেক ও অনেকগুলো এল.এ শাখার নথি উদ্ধার করা হয়।ঢাকা/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়