ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ২৫ মে ২০২২   আপডেট: ২২:৫৬, ২৫ মে ২০২২
ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ মে) বিকেলে দিনাজপুর জেলা শহরের অফিস থেকে ঘুষের ৮০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

জেলার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আহসানুল কবির পলাশ তাকে গ্রেপ্তার করেন।

দুদকের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

দিনাজপুর দুদক কার্যালয় সূত্রে জানা যায়, জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকার ‘ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুড কোম্পানির’ কাছ থেকে লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন মোস্তাফিজুর রহমান। এই অভিযোগের ভিত্তিতে বিকেলে জেলা শহরের পাহাড়পুরস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ে দুদকের দল অভিযান পরিচালনা করে। তখন ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুড কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান রাশেদ দাবি করেন, তিনি মোস্তাফিজুর রহমানকে ৮০ হাজার টাকা ঘুষ দিয়েছেন। এ সময় আহসানুল কবির পলাশসহ দুদকের ৭ সদস্য তাকে হাতেনাতে ৮০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে। 

মোসলেম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়