ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ১২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ২৯ মার্চ ২০২১   আপডেট: ১৯:০০, ২৯ মার্চ ২০২১
চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ১২

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। 

সোমবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি’র ১০/১২ জন কর্মী আহত হয়েছে। 

সংঘর্ষের পর পুলিশ বিএনপি কার্যালয়ে অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। 

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান সংঘর্ষ ও অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এস এম মেহেদী হাসান জানান, বিকেল ৩টার দিকে নগর বিএনপি’র কার্যালয়ের সামনের সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। 

বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সেসময় কাজীর দেউড়ি প্রধান সড়কে একটি মোটরসাইকেলে এবং সড়কের ওপর কয়েকটি টেবিল জড়ো করে আগুন ধরিয়ে দেয় বিএনপি কর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সেসময় পুলিশ বিএনপি কার্যালয়ে অভিযান পরিচালনা করে এবং ১২ নেতাকর্মীকে আটক করে।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়