ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চট্টগ্রামে সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৬ আগস্ট ২০২২   আপডেট: ০৯:০৯, ৬ আগস্ট ২০২২
চট্টগ্রামে সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা 

ফাইল ফটো

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর শনিবার (৬ আগস্ট) সকাল থেকে চট্টগ্রামে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

শুক্রবার (৫ আগস্ট) রাতে এ ঘোষণা দেওয়া হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: আবার বাড়ল জ্বালানি তেলের দাম

মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের নেতারা বলেন, রাতে হঠাৎ তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এরপর অনেক পেট্রোল পাম্প তেল সরবরাহ বন্ধ করে দেয়। আবার অনেক পেট্রোল পাম্প তেল দিলেও প্রচণ্ড ভিড়ের কারণে গণপরিবহনগুলো তেল নিতে পারেনি। এছাড়া, বর্ধিত দামে তেল কিনলে ভাড়াও বৃদ্ধি করতে হবে। এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

রেজাউল করিম/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়